পিবিএ, বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালামের সংবর্ধনা অনুষ্ঠানের একটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, অনলাইন নিউজ পোর্টাল, ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ভাইরালকারীদের বক্তব্য বিকৃত ও মিথ্যা দাবী করেছেন রুমপাও মুরুং।
সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিকৃত ও মিথ্যা বক্তব্য প্রত্যাহারের দাবিও করেন। সংবাদ সম্মেলনে রুমপাও মুরুং ও তার বড় ভাই মেনরুং মুরুংসহ পাড়ার লোকজন উপস্থিত ছিলেন।
ছবি ভাইরালকে সাম্প্রদায়িক উস্কানিমূলক দাবি করে তিনি বলেন, এ ধরণের অপপ্রচার যারা করছেন, তারা এলাকার শান্তি চায়না। আবুল কালাম চেয়ারম্যান আমার বড় ভাই। তার বিরুদ্ধে আমার কিংবা আমার পরিবারের কারো কোন অভিযোগ নেই।
নির্বাচনে জিততে না পেরে বিরোধীয় কিছু লোকজন সংবর্ধনার ছবিকে ভাইরাল করে ক্ষতি করার চেষ্টা করছে মাত্র। লিখিত বক্তব্যে রুমপাও মুরুং আরো বলেন, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানমো. আবুল কালাম এর পরিবারের সাথে আমাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। সেই সূত্র ধরে গত ১৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আমি ও আমার পরিবারের সকল সদস্য আবুল কালামের দোয়াত কালম মার্কার সমর্থনে প্রচার প্রচারণা চালিয়েছি।
শুধু তাই নয়, আমি আবুল কালামের একজন একনিষ্ট কর্মীও ছিলাম। নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমরা পাড়াবাসী ২৩ মার্চ দুপুরে আবুল কালামকে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আমি অন্যান্যদের মত চেয়ারম্যানকে পুষ্পমাল্য প্রদান করার পর আবেগপ্রবণ হয়ে খুশিতে কান্না করে ফেলি। এক পর্যায়ে মাথাঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয় আমার। এ সময় চেয়ারম্যান আবুল কালাম টের পেয়ে আমাকে ধরে ফেলেন।
তিনি না ধরলে আমি পড়ে গিয়ে গুরুত্বর আঘাত প্রাপ্ত হতাম। পাাশাপাশি চেয়ারম্যান আবুল কালাম আমার কান্না থামানোর জন্য শান্তনাও দেয়ার চেষ্টা করেন। আমার মা বাবা ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য ও কয়েক পাড়ার দু’শতাধিক লোকজন উপস্থিত ছিলেন ওই সংবর্ধনায়।
তিনি আরো বলেন, চেয়ারম্যান আবুল কালামকেসহ সংবধর্ণা অনুষ্ঠানের কিছু ছবিকে কেন্দ্র করে প্রতিদ্বন্ধি প্রার্থী নির্বাচনে জিততে না পেরে কিছু লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিৃকতভাবে মন্তব্য করেন, যা আমার আত্ম সম্মানে চরম আঘাত হানে। ছবিগুলো ভাইরাল করার পূর্বে অথবা মিডিয়াতে
প্রকাশের পূর্বে আমার ও আমার পরিবারের বক্তব্য নেয়া উচিত ছিল।
প্রসঙ্গত, আলীকদম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালামের সংবর্ধনার একটি ছবি রবি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভাইরাল হয়। এদিকে, বিরোধীপক্ষ অসৎ উদ্দেশ্য নিয়ে নির্দোষ এই ছবি ছড়িয়ে কুৎসা রটনা করছে বলে দাবি করেছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম।
পিবিএ/জেডআই