টাঙ্গাইলে কালরাতে আলোর মিছিল


পিবিএ, টাঙ্গাইল: ২৫ মার্চ গণহত্যা দিবস ও কালরাতে টাঙ্গাইলের বধ্যভূমিতে আলোর মিছিল করে মোমবাতি প্রজ্জ্বলন, পুষ্পার্ঘ অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা সদর পানির ট্যাঙ্ক সংলগ্ন বধ্যভূমিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রথম আলো বন্ধুসভা, কনফিডেন্স শিক্ষা পরিবার, টাঙ্গাইল পৌরসভা, শিকড়, নাট্যমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বধ্যভূমির সামনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, প্রথম আলো বন্ধসভার সভাপতি এডভোকেট জিনিয়া বক্স প্রমুখ।

পিবিএ/এমআর/এমএসএম

আরও পড়ুন...