
মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: নিখোঁজের ৩ দিন পর টাঙ্গাইলের কালিহাতীতে সেফটিক ট্যাংক থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে কালিহাতী পুলিশ।
মঙ্গলবার(১৫ এপ্রিল) দুপুরে কালিহাতী পৌরসভার সাতুটিয়া পশ্চিমপাড়া এলাকার জামাল বাদশার সেফটিক ট্যাংক থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই যুবকের নাম আলীম (১৮) কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষার্থী। সে ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের জহুরুলের ছেলে। গত ৩ দিন ধরে সে নিখোঁজ ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জামাল বাদশা তার বাড়ির পিছনে গেলে সেফটিক ট্যাংকের কাছ থেকে পঁচা দুর্গন্ধ পায়। এসময় সে সেফটিক ট্যাংকের কাছে এগিয়ে গেলে ট্যাংকের ভিতরে মরদেহের মত দেখতে পায়। পরে এলাকার কয়েকজনকে বিষয়টি জানালে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সেফটিক ট্যাংক থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের সাথে থাকা মানিব্যাগের ভিতর মোটরসাইকেলের কিছু কাগজপত্র দেখে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে আলিমের পরিবারের সদস্যরা এসে মরদেহ দেখে শনাক্ত করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুর রহমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি এখানে কিভাবে আসলো তা তদন্তের মাধ্যমে বের করা হবে।