কলেজছাত্র আলীম হত্যায় সহপাঠী নোমান গ্রেফতার

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে কলেজছাত্র আলীম হত্যা মামলায় সহপাঠী নোমান (২০) কে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

গ্রেফতারকৃত নোমান কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও উপজেলার কোকডহরা ইউনিয়নের মহিষজোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে নোমানকে গ্রেফতার করে কালিহাতী থানা পুলিশ।

প্রেস রিলিজে মাধ্যমে জানাযায়, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ আদিবুর রহমানের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) ইমরান হোসেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঞা, এসআই মো: মিজানুর রহমান, এসআই শহিদুল ইসলাম মোল্লা, এসআই মিন্টু চন্দ্র ঘোষ, এসআই ইমাম হোসেন, এসআই শফিকুল ইসলাম, এসআই সুকান্ত রায়, এসআই রাজিব সহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী নোমান(২০) কে গ্রেফতার পূর্বক তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিসিষ্ট এর ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করত: ডিসিষ্ট এর পায়ের জুতা, মোবাইল সহ বেশ কিছু আলামত জব্দ করা হইয়াছে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।

আরও পড়ুন...