
আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক গ্যারেজের ওয়েলডিং মেশিনের আগুনে দুইটি ট্রাক পুড়ে গেছে। এ সময তানজিল (২০) ও জেহাদ (৪০) নামে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়। তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় তানজিলকে যশোরে রেফার্ড করা হয়েছে। আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ – যশোর সড়কের মোবারকগঞ্জ সুগার মিলের সন্নিকটে মল্লিক নগরে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান , মল্লিক নগরে মেহেরান ট্রেডার্সের ওয়েলডিং মেশিনের পাশেই দুটি ট্রাক পার্কিং করে রাখা ছিল । দুপুরে ওয়েলডিং করার সময়ে ইলেকট্রিক শক সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের তেলের ট্যাংকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আরো একটি ট্রাকে ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে । এ সময় সেখানে কর্মরত উপজেলার ভাতঘরা গ্রামের আফিল উদ্দিনের পুত্র তানজিল ও সিংদহ গ্রামের মোস্তফার ছেলে জেহাদ আগুনে দগ্ধ হয়। আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুনে দগ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান , ঘটনাস্থলে বেশ কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। গ্যারেজের ওয়েলডিং মেশিন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত।খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই দুটি ট্রাক পুড়ে গেছে। আগুনে অগ্নিদগ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।