রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

ফাইল ফটো ।

পিবিএ,ঢাকা: রাজধানীর সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের নির্মানাধীন ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃৃষ্টে আনিসুর রহমান (৩৫) ও আবুল বাশার (৫২) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩ টার দিক এই দুর্ঘটনা ঘটে। অচরতন অবস্থায় তাদের দু জনকে মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার মজিবর রহমানের ছেলে অানিসুর। আর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা খসপুর গ্রামের মৃত অাবুল খায়েরের ছেলে বাশার। বর্তমানে রামপুরা পূর্ব উলনে ১২৭/বি নম্বর বাসায় থাকতো।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আপন ও আরিফুর রহমান জানান, সিদ্ধশ্বরীর মনোয়ারা হাসপাতালের নির্মানাধীন ভবনে কাজ করে তারা। আনিসুর ভেকু মেশিন চালক ও বাশার চালাকের সহযোগী। রাতে তারা দুজন ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ করছিল। কাজ করার সময় ভেকু মেশিনে থেকেই তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন তাদেরকে ওই মনোয়ারা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়। তবে তাদের অবস্থার অবনতি সকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য দুটি লাশই মর্গে রাখা হয়েছে।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...