কুমিল্লায় রাতভর সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার ৯

কুমিল্লায় রাতভর সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী ও কিশোর গ্যাংসহ ০৯ আসামী গ্রেফতার ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে।

রোববার (২৭ এপ্রিল) র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১১, সিপিসি-২ ও সেনাবাহিনীর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ এপ্রিল) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রেইসকোর্স ও ধর্মসাগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। রাফিউল আহমেদ রাফি (২০), পিতা-আক্তার হোসেন, ২। সাইফুল ইসলাম (১৯), ৩। ইমরান হোসেন রতন (২০), পিতা-আবুল কাশেম, এবং ৪। মুজাহিদ (২২), নামক ০৪ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়।

পৃথক অন্য একটি অভিযানে রোববার (২৭ এপ্রিল) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ ও সেনাবাহিনীর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মধ্য রেইসকোর্স এলাকায় অভিযান পরিচালনা করে আসামীঃ ১। আকিবুর রহমান (২৯), ২। মোঃ শাহাদাত (২৮), এবং ৩। মোঃ সাজ্জাদ হোসেন খোকন (৪৭)’দেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট হতে ০১টি বিদেশী পিস্তল, ০১টি বিদেশী রিভালবার, ০১টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ০২টি ছুরি ও ০ টি কুড়াল উদ্ধার করা হয়। একই রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রুবেল (৩৫)’কে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে ০১ টি তলোয়ার, ০২টি চাকু, ০২ টি কুড়াল, ০২টি ছোরা, ০১টি ছুরি ও ০১টি দেশীয় তৈরী ক্রিজ উদ্ধার করা হয়।

অপর একটি অভিযানে একই তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ ও সেনাবাহিনীর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী কুমিল্লা মহানগর ২২নং ওয়ার্ড যুবলীগের অন্যতম সক্রিয় কর্মী হুমায়ুন (৪৫),’কে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র প্রদর্শণ করে ছিনতাইসহ ধর্তব্য অপরাধ সংঘটন করে আসছিল। কিশোর গ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১১ ও সেনাবাহিনীর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...