পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে। তবে এ ঘটনায় বৃদ্ধার কোন পরিচয় পাওয়া যায়নি।
মোবারকগঞ্জ স্টেশন মাস্টার নজরুল ইসলাম পিবিএ’কে জানান, মহিলাটি বেশ কিছুক্ষণ ধরে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিল।
১০টার দিকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ইয়ার্ডে পৌছানো মাত্রইসে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার পরনে একটি রঙিন শাড়ি ও কালো রঙের বোরকা ছিল।
পিবিএ/এ/হক