মৌলভীবাজার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত


পিবিএ, মৌলভীবাজার: মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিনের শুরুতে কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেছে সরকারী-বেসরকারী সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৬ মার্চ ) ৪৮ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যদয়ের সাথে সাথে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। জাতির শ্রেষ্ঠ সস্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। স্মৃতিসৌধ বেদীতলে ও গনকবরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মো: শাহজালাল, মৌলভীবাজার পৌরসভা , জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, জেলা আইনজীবী সমিতি, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমী সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা।

এরপর সকাল সাড়ে ৮টায় এম সাইফর রহমান ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।

পিবিএ/এএসকে/এমএসএম

আরও পড়ুন...