নরসিংদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শরীফ ইকবাল রাসেল,পিবিএ,নরসিংদীা: নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সকাল ৮টায় মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করা হয়। এসময় অনুষ্ঠিত হয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদের শরীরচর্চা প্রদশর্ণী। পরে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, সমাবেশ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও খেলাধুলার আয়োজনসহ নানা কর্মসূচী পালন করা হয়।

এসময় সরকারী বেসকারী কর্মকর্তা-কর্মচারী স্কুল কলেজের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...