আলজেরিয়ায় প্রেসিডেন্টকে সরানোর দাবি সেনাবাহিনীর

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বোতেফ্লিকা

পিবিএ ডেস্ক: আলজেরিয়ায় প্রেসিডেন্ট আব্দুলআজিজ বোতেফ্লিকাকে দেশ শাসনের অনুপযুক্ত ঘোষণা করে তাকে ক্ষমতা সরানোর দাবি তুলেছে সেনাবাহিনী। খবর বিবিসির।

দেশটিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর এ দাবি উঠল।

৮২ বছর বয়স্ক বোতেফ্লিকা বিশ বছর যাবত ক্ষমতায় আছেন। তিনি পরবর্তী টার্মের জন্যও নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলে দেশব্যাপী তার পদত্যাগের দাবী বিক্ষোভ শুরু হয়।

আর্মি চীফ অব স্টাফ লেফ্টেন্যান্ট জেনারেল আহমেদ গায়েদ সালাহ মঙ্গলবার প্রেসিডেন্টকে অপসারণ করা এবং তার স্থলে ৪৫ দিনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ডাক দিয়েছেন।

টিভিতে এক ভাষণে তিনি বলেন, “আমাদেরকে সংকট থেকে খুব দ্রুত বের হয়ে আসার একটি পথ খুঁজে পেতেই হবে।”
পিবিএ/এএইচ

আরও পড়ুন...