পুতিনের হুমকির পরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

ভূমিভিত্তিক মধ্যপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বা জিএমডি ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

পিবিএ ডেস্ক: আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের হুমকি সফলভাবে ঠেকাতে এবং ধ্বংস করতে ভূমিভিত্তিক মধ্যপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বা জিএমডি ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ এই পরীক্ষার কথা জানিয়েছে।সংস্থাটি জানিয়েছে, এর মাধ্যমে লক্ষ্যবস্তুকে সফল ভাবে ঠেকানো এবং ধ্বংস করা গেছে।

চার হাজার মাইল দূরের আইসিবিএম ধ্বংস করার জন্য দু’টো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। ২০১৭ সালের পর এই প্রথম জেএমডির পরীক্ষা চালালো আমেরিকা।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি পর্যায়

এর আগে মার্কিন জিএমডি ব্যবস্থার ব্যবহারের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তিনি বলেছেন, এ ধরণের পরীক্ষা বিশ্বের কৌশলগত ভারসাম্য বিনষ্ট করবে।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, ২০১৭ সালে জেএমডি ব্যবস্থা আলাস্কা এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের পরিকল্পনা করেছিল মার্কিন সরকার। ফলে এটি রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠবে বলে সে সময় মন্তব্য করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন তিনি বলেন, এতে বিশ্বের কৌশলগত ভারসাম্য বিনষ্ট হবে। রাশিয়া এটি নীরবে মেনে নেবে না বলেও হুমিক দিয়েছিলেন পুতিন।পুতিনে আরো বলেছিলেন, কিভাবে এর জবাব দেয়া হবে তা নিয়ে চিন্তাভাবনা করছে মস্কো।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...