পিবিএ,খেলাধুলা : আইপিএলে নতুন এক বিতর্কের জন্ম হল সোমবার। জস বাটলারকে ‘মানকাড আউট’ করে সমালোচনার মুখে পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটের চেতনাবিরোধী আউটে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা চটেছেন ভারতীয় স্পিনারের ওপর।
তবে আইপিএল ইতিমধ্যে জমে উঠেছে। এদিকে চলছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ।
একনজরে জেনে নিই টিভি পর্দায় রয়েছে যেসব খেলা:
পাকিস্তান ও অস্ট্রেলিয়া
তৃতীয় ওয়ানডে, আবুধাবি
সরাসরি, টেন ক্রিকেট, বিকেল ৫টা
আইপিএল ২০১৯
কলকাতা ও পাঞ্জাব
সরাসরি, চ্যানেল নাইন ও স্টার
স্পোর্টস-১, রাত ৮টা ৩০
* ফুটবল
ইউরো বাছাইপর্ব
হাইলাইটস, সনি টেন-২
সন্ধ্যা ৭টা ৩০ ও রাত ১০টা
* টেনিস
মায়ামি ওপেন
সরাসরি, সনি ইএসপিএন, রাত ১টা
পিবিএ/এমএস