বন্দকুযুদ্ধে রেস্টুরেন্ট ব্যবসায়ী নিহত, র‌্যাবের দাবি সন্ত্রাসী

বন্দুকযুদ্ধে
কথিত বন্দুকযুদ্ধে শফিকুর রহমান বাবু (৪০) নিহত
পিবিএ, ঢামেক : রাজধানীর ক্যান্টনমেন্ট পশ্চিম মাটিকাটা এলাকায় র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে শফিকুর রহমান বাবু (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।
গতরাত পৌনে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। পরে র‍্যাব সদস্যরাই তার লাশ উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
র‍্যাব সদস্যরা জানায়, নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী বাবু। তাকে ধরার জন্য ক্যান্টনমেন্ট পশ্চিম মাটিকাটা এলাকার একটি বাসায় অভিযান চালানে গুলাগুলিতে গুলিবিদ্ধ হয় শফিকুর। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বুকে একাধিক গুলির আঘাত রয়েছে। এই ঘটনায় র‍্যাব সদস্য কনস্টবল নুর আলম (৪০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে নিহতের লাশ সনাক্ত করে বড়বোন মানবাধিকার কর্মী রাশিদা আহমেদ। তিনি বলেন, তার ছোট ভাইয়ের নাম শফিকুর রহমান শফিক। নরসিংদী সদর উপজেলার শাটিরপাড়া ২৭০/২ নম্বর বাসায় থাকতেন শফিকুর। বাবা (অবসর প্রাপ্ত) সেনা সদস্য মুমতাজ উদ্দিন আহমেদ। নরসিংদী সদরে শফিকের রেস্টুরেন্টের ব্যবসা আছে। জেলা যুবলীগ নেতা ছিলো সে। তবে কোন পদে ছিলো তা জানাতে পারেনি। স্ত্রী উর্মি আক্তার। দুই সন্তানের জনক ছিলো সে।
তিনি আরো বলেন, আমার ভাইয়ের জনপ্রিয়তা ছিলো অনেক। তার পিছে কোনো শত্রু লেগে এই কাজ করিয়েছে।
পিবিএ/জেডআই

আরও পড়ুন...