পিবিএ ডেস্ক : বলিউডে খোলামেলা অভিনয় করে একসময় আলোচনা-সমালোচনার ঝড় তুলেছিলেন ঊর্মিলা মাতন্ডকর। চলচ্চিত্র থেকে নির্বাসিত এ অভিনেত্রীকে এখন মাঝেমধ্যে ছোটপর্দার সিরিয়ালে দেখা যায়। ভারতের লোকসভা নির্বাচনে উত্তর মুম্বাইয়ের একটি গুরুত্বপূর্ণ আসনে তাকে প্রার্থী করছে কংগ্রেস।
উত্তর মুম্বাইয়ে ওই আসনে বরাবরই তারকাদের দখলে থাকে। এ আসন থেকে প্রয়াত অভিনেতা সুনীল দত্ত পাঁচবার নির্বাচিত হয়েছিলেন। পরে তাঁর মেয়ে অভিনেত্রী প্রিয়া দত্ত এ আসনে নির্বাচিত হন। গত লোকসভা নির্বাচনে শোবিজের বাইরে থেকে এ আসনে বিজেপি দলীয় প্রার্থী গোপাল শেঠি জয়ী হন। আসনটি পুনরুদ্ধারে বড় পর্দার একসময়ের জনপ্রিয় তারকা ঊর্মিলা মাতন্ডকরকে এবার প্রার্থী করছে কংগ্রেস। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেননি মুম্বাই কংগ্রেসের সভাপতি সঞ্জয় নিরুপম।
জানা গেছে, ঊর্মিলা মাতন্ডকর ওই এলাকার বাসিন্দা, আসনটিতে কংগ্রেসের যথেষ্ট প্রভাব রয়েছে আর ঊর্মিলার তারকাখ্যাতি—ভোটে জয়ী হওয়ার জন্য এই সব কটি সুযোগকে একসঙ্গে কাজে লাগাতে চাচ্ছে কংগ্রেসের স্থানীয় নেতারা।
পিবিএ/এমএস