বাঘাইছড়ি হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ

পিবিএ,রাঙ্গামাটি: পাহাড়ে মানুষ আর রক্তপাত চাই না,চাই শান্তি। পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সশস্ত্র সন্ত্রাসী আঞ্চলিক সংগঠন জেএসএস ও ইউপিডিএফ নামের সংগঠন গুলো নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

বুধবার (২৭ মার্চ) সকালে শহরের কাঠ ব্যবসায়ী সমিতির সম্মেলন কক্ষে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত রাঙ্গামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলায় আঞ্চরিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফ কর্তৃক ৮ জনকে নির্মমভাবে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশে বক্তারা এই দাবি করেন।

এসময় বক্তারা বলেন,পার্বত্যাঞ্চলে যারা এইসব হত্যাকান্ড ঘটিয়েছে তাদের অবিলম্বে আইনের আওয়তায় এনে ফাঁসির দড়িতে ঝুলানো হউক এবং পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র করে,চাঁদাবাজি,খুন,গুমসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে বিক্ষোভ-সমাবেশে থেকে।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলার আহ্বায়ক নাজিম আল হাসান, পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সহ- সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান,রাঙ্গামাটি কলেজ শাখার সভাপতি মুমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ বাকি বিল্লাহ প্রমূখ।
এর আগে রাঙ্গামাটি পৌর চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বনরূপা এসে শেষ হয়।

পিবিএ/এনএ/হক

আরও পড়ুন...