সিঙ্গাপুরের বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

singpore-hotel-fire-PBA

পিবিএ ডেস্ক: সিঙ্গাপুরেরএকটি বিলাসবহুল হোটেলে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির জরুরি কর্মকর্তাদের মাধ্যমে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫শ’ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

টেলিভিশনের ফুটেজে অর্চার্ড রোডের কাছে গ্র্যান্ড হায়াত হোটেল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

তবে, সিঙ্গাপুর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর (এসসিডিএফ) পক্ষ থেকে বলা হয়েছে, খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

এসসিডিএফ থেকে জানা গেছে, ভবনটির তৃতীয় তলায় অবস্থিত একটি রেস্তোরাঁর রান্নাঘরের চুলা থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে পানির ছিটায় আগুন নিভে যায়।

বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।’

৪০ বছর বয়সী একজন বলেন, ‘আগুনের ধোঁয়া খুব মারাত্মক ছিল। এটা আমার গলায় ঢুকে পড়ে। এটা খুব পুরু ধোঁয়া ছিল।’ এ বছর এই নিয়ে সিঙ্গাপুরে দ্বিতীয়বারের মতো কোন বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড ঘটল।

১৪ ফেব্রুয়ারি কার্লটন হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় হোটেলের প্রায় ১ হাজার অতিথিকে সরিয়ে নেয়া হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...