পিবিএ, খেলাধুলা : বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যানের কথা ভাবলেই যার নামটি প্রথমে ভেসে আসে তিনি মুশফিকুর রহিম। ২২ গজ মাতানো এ ক্রিকেটারের ভক্ত-অনুসারী অজস্র। সেই তালিকায় আছেন সব শ্রেণিপেশার মানুষ।
তেমনি একজন ভক্ত রিকশাচালক। নিয়মিত তিনি পরেন মুশফিকের নাম সম্বলিত জার্সি। সেটি নজরে এসেছে মিস্টার ডিপেন্ডেবলেরও। তা দেখে রীতিমতো আবেগে আপ্লুত টাইগারদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
বুধবার দুপুরে সেই ছবিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে পোস্ট দিয়েছেন মুশফিক। ছবিটিতে দেখা যাচ্ছে, যানজটে রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন একজন রিকশাচালক। তার গায়ে রয়েছে লাল সবুজ জার্সি। সেটির পেছনে লেখা ‘মুশফিকুর’।
বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যানের কথা ভাবলেই যার নামটি প্রথমে ভেসে আসে তিনি মুশফিকুর রহিম। ২২ গজ মাতানো এ ক্রিকেটারের ভক্ত-অনুসারী অজস্র। সেই তালিকায় আছেন সব শ্রেণিপেশার মানুষ। তেমনি একজন ভক্ত রিকশাচালক। নিয়মিত তিনি পরেন মুশফিকের নাম সম্বলিত জার্সি। সেটি নজরে এসেছে মিস্টার ডিপেন্ডেবলেরও। তা দেখে রীতিমতো আবেগে আপ্লুত টাইগারদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
বুধবার দুপুরে সেই ছবিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে পোস্ট দিয়েছেন মুশফিক। ছবিটিতে দেখা যাচ্ছে, যানজটে রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন একজন রিকশাচালক। তার গায়ে রয়েছে লাল সবুজ জার্সি। সেটির পেছনে লেখা ‘মুশফিকুর’।
সাধারণ মানুষের এরকম ভালোবাসায় ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন মুশফিক। ছবিটি দিয়ে তিনি শিরোনাম দিয়েছেন, এসবই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা…।
ছবিটিতে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করছেন ভক্ত ও অনুসারীরা। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অসংখ্য ক্রিকেটপ্রেমী। একজন রিকশাচালকের গায়ে নিজের নামের জার্সি দেখে উচ্ছ্বসিত মুশফিকের এমন মানসিকতার প্রশংসা করছেন অনেকে।drh
সাধারণ মানুষের এরকম ভালোবাসায় ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন মুশফিক। ছবিটি দিয়ে তিনি শিরোনাম দিয়েছেন, এসবই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা…।
ছবিটিতে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করছেন ভক্ত ও অনুসারীরা। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অসংখ্য ক্রিকেটপ্রেমী। একজন রিকশাচালকের গায়ে নিজের নামের জার্সি দেখে উচ্ছ্বসিত মুশফিকের এমন মানসিকতার প্রশংসা করছেন অনেকে।
পিবিএ/এমএস