তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিবিএ, ঢাকা: তুরাগ নদীর উভয় তীরে ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বুধবার (২৭ মার্চ) সাভার থানার কাউন্দিয়া এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, স্থাপনার মধ্যে একটি তিনতলা, চারটি দোতলা, ১২টি একতলা স্থাপনা ভাঙা হয়। এছাড়া ৭টি আধা পাকা ও ৫টি টিনের ঘর উচ্ছেদ করা হয়। এ সময় এক একর জায়গা অবমুক্ত করা হয় বলে তিনি জানান।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে মিরপুর বেড়ীবাঁধের সিন্নিরটেক এলাকার তুরাগ নদীর উভয় পাড়ে অভিযান চলবে বলে জানান আরিফ উদ্দিন।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...