পিবিএ, খুলনা: খুলনা জেলা গোয়েন্দা পুলিশ বুধবার সন্ধ্যায় রূপসা উপজেলা এলাকা থেকে মোঃ রাসেল তালুকদার (২১), ইউসুফ হাওলাদার রিপন (২২) ও সাগর হাওলাদার (২২)কে আটক করেছে।
এ সময় আটক তিনজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেড় হাজার পিচ ইয়াবা, তিনটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান ও আসন্ন উপজেলা নিবার্চন উপলক্ষে আইন শৃংক্ষলা রক্ষায় রূপসায় অভিযান চালায়। এ সময় রূপসার সেনের বাজার ফেরিঘাট পল্টন সংলগ্ন ফাষ্ট চয়েচ ডিপার্টমেন্টাল ষ্টোরের সামনে থেকে মোঃ রাসেল তালুকদার (২১), ইউসুফ হাওলাদার রিপন (২২) পিতা ও সাগর হাওলাদার (২২)কে গ্রেফতার করে।
এ সময় তাদের দেহ তল্লাশী করে তিনজনের কোমরে থাকা তিনটি ওয়ান শুটার গান,দেড় হাজার পিচ ইয়াবা ও ২ রাউন্ড গুলিও পায় পুলিশ। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই অর্জুন কুমার দাস বাদী হয়ে রূপসা থানার অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
পিবিএ/এসডি/এমএসএম