পিবিএ, চট্টগ্রাম: হাটহাজারী পৌর এলাকার ১১মাইলস্থ নাজিরপাড়ায় ফের অভিযান চালিয়ে একটি ভেজাল ঘি তৈরির কারখানা সিলগালা করেছেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
২৭মার্চ বুধবার রাত সাড়ে ৮টায় থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩০০ লিটার ৫ টি বিভিন্ন ব্রান্ডের ভেজাল ঘি, এক হাজার খালি কৌটা এবং ঘি তৈরির উপকরণ জব্দ করা হয়।পরে জব্দকৃত ঘি পুড়িয়ে ধ্বংস করা হয়।
হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, ভেজাল ঘিয়ের মধ্যে খাটি বাঘা বাড়ির ঘি’র পরিমানই বেশি। ভেজাল ঘি প্রায় দখল করে ফেলেছে হাটহাজারীকে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। গত এক মাসে এই নিয়ে ৭ টি ভেজাল ঘিয়ের কারখানায় অভিযান পরিচালনা করেছি।
পিবিএ/জেসি/এমএসএম