ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ জন নিহত

 

Gun Fight_PBA---1

পিবিএ, ঢামেক: রাজধানীর আফতাব নগর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। এরা হলেন অজ্ঞাতনামা (৩০) ও অজ্ঞাতনামা (৩৫) বছরের দুই ব্যাক্তি।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমরান আহমেদ জানান, ভোর আনুমানিক ৪ টার দিকে আফতাব নগর এম ব্লক বড়ইতলা এলাকায় ডিবি উত্তর এর সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ওই দুইজন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদেরকে সকাল সোয়া ৬টায় মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় ডিবি পুলিশের কাছে রয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...