আন্দোলনকারীদের দেওয়া সময় শেষ হচ্ছে আজ

পিবিএ,ঢাকা : নিরাপদ সড়ক আন্দোলনকারীদের বেঁধে দেওয়া সাত দিনের সময়সীমা শেষ হচ্ছে আজ। এর আগে গত ২০ মার্চ মেয়রের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা সু-প্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের ফাঁসির দাবিসহ আট দফা দাবি জানায়। সময় সাপেক্ষে দাবি মেনে নেওয়ার বিষয়ে মেয়রের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে।

বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী তৌহিদুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, ‘মেয়র যেসব আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়ন করতে সাত দিন সময় দেয়া হয়েছে। এই সময়ে তা বাস্তবায়ন না হলে আমরা আবার লাগাতার আন্দোলনে যাব।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণি সড়ক পার হওয়ার সময় সু-প্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় বাংলাদেশ বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হন। পরে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বিইউপির শতাধিক শিক্ষার্থী। এরপর রাজধানীজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

পিবিএ/এমএস

আরও পড়ুন...