গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সংহিংসতায় ৮’শ জনকে আসামী করে মামলা

case pba

গোপালগঞ্জ : গোপালগঞ্জে সদর উপজেলার নির্বাচনের ফলাফল বাতিলের দাবীতে দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের আন্দোলন চলাকালে পুলিশ সদস্যদের উপর হামলা, পুলিশ সদস্য আহত, গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দান করার অভিযাগে অজ্ঞাত ৮০০ জনকে আসমী করে মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার রাতে গোপালগঞ্জ সদর থানার এসআই নিতাই সরকার বাদী হয়ে এ মামলার দায়ের করেন। আজ বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, গত ২৪ মার্চ গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরেরদিন ফলাফল বাতিলের দাবীতে রাত থেকে সড়ক আবরোধ করে আন্দোলন শুর করে দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা।

এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে আন্দোলনকারীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। এসময় পুলিশের গাড়ী ভাংচুর ও রেলওয়ের ষ্টেশনের একটি রুমে আগুন ধরিয়ে দেয় ওই দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা। এঘটনায় পুলিশ বাদী হয়ে ৮০০ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানার একটি মামলা দায়ের করে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ লুৎফর রহমান বাচ্চু ৩৭ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহামুদ হোসেন দিপু পান ৩৭ হাজার ৬২০ ভোট ও এসএম শাহ আলম পান ৩৪ হাজার ৫৯৪ ভোট।

পিবিএ/পিবিএ/হক

আরও পড়ুন...