বঙ্গবন্ধুর শৈশব-কালীন খেলার মাঠটিকে সংরক্ষন করার উদ্যোগ নেয়া হয়েছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পিবিএ, গোপালগঞ্জ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কালিন স্মৃতি বিজড়িত খেলার মাঠটিকে সংরক্ষন করার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। আমরা চাচ্ছি বঙ্গবন্ধু যে মাঠটিতে খেলেছেন সেই মাঠটি সংরক্ষিত হোক।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শৈশবের খেলার মাঠ পরিদর্শণ ও জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ মাঠটিতে খেলার সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। আমরা আশা করছি অচিরেই আমরা এ মাঠটি সংরক্ষনের জন্য কাজ শুরু করবো। এছাড়া টুঙ্গিপাড়াতেও একটা স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে আমরা সরেজমিনে এসেছি।

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর টুঙ্গিপাড়ার মল্লিকের মাঠ এলাকায় প্রস্তাবিত স্টেডিয়াম, শেখ জামাল যুব ও প্রশিক্ষন কেন্দ্র, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, শেখ মনি স্টেডিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শণ করেন তিনি।

এসময় যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাফর উদ্দিন, টুঙ্গিপাড়ার পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান সোলাইমান বিশ্বাসসহ মন্ত্রনালয়ের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিবিএ/বিএস/এমএসএম

আরও পড়ুন...