ফরিদপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পিবিএ,ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলার পদ্মা নদীর তীর সংলগ্ন ধলারমোড় থেকে রাজু মীর (২৬) নামে এক যুবকের গলাকাট লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহত যুবক শহরের ভাটিলক্ষীপুর এলাকার সোহরাব মীরের পুত্র।

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম ও নিহতের তার স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হওয়ার পর থেকে রাজু নিখোঁজ ছিলো। রাত ০২টার সময় তার নিজ মোবাইল থেকে একটি ম্যাসেজ আসে আমার বন্ধু আসিফকে খুজলেই আমার খোঁজ পাওয়া যাবে। অতপর স্বজনরা আসিফে শেখের বাসায় যায়। তার হাতে ব্যান্ডেজ দেখে স্বজনদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ আসিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হথ্যার ঘটনার স্বিকারোক্তি দেয়। পরে তার কথা মতো বুধবার ভোরে সদর উপজেলার পদ্মা নদীর তীর সংলগ্ন ধলারমোড় থেকে রাজুর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, লাশের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কি কারনে তাকে হত্যা করা হলো এখনো পুলিশ জানাতে পারেনি। #

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...