প্রাণ বাঁচাতে লাফ দিয়ে মারা গেলেন এজেন্সির কর্মী

পিবিএ ডেস্ক: রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক রোডের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ দিয়ে নিহত হয়েছেন ট্রাভেল এজেন্সির কর্মী মাকসুদুর রহমান (৩৫)। এছাড়া আরো দুজন লাফ দিয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের পরিচয় জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত একজন শ্রীলংকার নাগরিকসহ ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে মাকসুদুর রহমানও রয়েছেন।

এদিকে নিহত মাকসুদুরের স্ত্রী রুমকী এখনো নিখোঁজ রয়েছেন। তারা দু’জনই একই অফিসে চাকরি করতেন বলে জানিয়েছেন তাদের খালাতো ভাই ইমতিয়াজ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যোগ দিয়েছেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে সব কর্মীদের সহায়তা করছে আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৬টা) আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। ভবনের ভেতরে প্রবেশ করেছে ফায়ার কর্মীরা ও সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় প্রায় অর্ধশতের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে আহত ৬৫ জনকে ভর্তি করা হয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...