‘ভাইরাল ফিশে’ কেরলার হানান হামিদ

পিবিএ,ঢাকা: কেরালার ইরনাকুলাম জেলার মাদাভানায় এর হানান হামিদের নাম নিশ্চয় সকলের মনে আছে। লেখাপড়া করার পাশাপাশি সংসার চালানোর জন্য মাছ বিক্রি করে রোজগার করতে হয় তাঁকে। এই ঘটনাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আলোচিত হন তিনি। পরবর্তীকালে বন্যাবিধ্বস্ত কেরলের পাশে দাঁড়িয়ে এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করায় আবার খবরের শিরোনামে এসেছিলেন তিনি। সম্প্রতি সেই হানান হামিদ আবার খবরের পাতায়। তবে এবারে মাছ বিক্রির সাথে সাথে তাঁর অদম্য স্পিরিটের কারণেও।

গত সেপ্টেম্বর মাসে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন হামিদ। অস্ত্রোপচার করা হয় তাঁর। কিন্তু থেমে থাকবার মেয়ে হানান হামিদ নন তা আবার প্রমাণ করে দিলেন তিনি। এবারে হানানকে মাছ বিক্রি করতে দেখা গেল একটি সুসজ্জিত টাটা এস গাড়িতে। মজা করে হানান গাড়িটির নাম দিয়েছেন, ‘ভাইরাল ফিশ।’অভিনেতা সালিম কুমার গত শুক্রবার এই ‘ভাইরাল ফিশ’ গাড়িটি উদ্বোধন করেন ।

পিবিএ /ইএইচকেে

আরও পড়ুন:

আরও পড়ুন...