পিবিএ, ঢামেক : বনানীর এফআর টাওয়ারের আগুন লাগার ঘটনার পর ওই ভবনে নানা কাজে থাকা ব্যক্তিদের স্বজনেরা ভিড় জমিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন পযন্ত (রাত ৮টা) ঢাকা মেডিকেলে আঃ আল ফারুক তমাল (৩০) ও অজ্ঞাতনামা (৩০) এক নারীর লাশ নিয়ে আসা হয়েছে।
আহত অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি আছে রেজওয়ান আহমেদ (৩৫), সাব্বির আলী মৃধা (১৯), তৈকির ইসলাম (৩১) ও আঃ সবুর খান (৪২) নামের ৪ জন। আর প্রাথমিক চিকিৎসা নিয়েছে শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা (৪৬) ও আবু হোসেন (৩৫)।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন বলেন, ফারুকের শরীরের ৯২ শতাংশ দগ্ধ হয়েছিলো। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আর রেজওয়ান ভবন থেকে লাফিয়ে পড়ায় তার মাথা, হাত পা সহ শরীরে বেশ কিছু হাড় ভেঙ্গে গেছে। এছাড়া আরো আঘাত রয়েছে তার শরীরে। সাব্বিরের পায়ে দগ্ধ হয়েছে ও ধুয়ায় শ্বাসকষ্ট হচ্ছে। আর তৈকির ও সবুরের ধুয়ায় শ্বাসকষ্ট হচ্ছে।
এই ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টাফ অফিসার উদ্দিপন ভক্ত (২৯) ধুয়ায় অসুস্থ্য হয়ে পড়েছে। তাকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
পিবিএ/জেডআই