আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থা দুর্বল: ডাকসুর ভিপি নুর

ভিপি
ফাইল ফটো।

পিবিএ,ঢাকা: বনানীতে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় চারপাশের উৎসুক জনতা নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, সে সময় ঘটনাস্থল গিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।
তিনি বলেছেন, আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থা দুর্বল। প্রয়োজনীয় যে সকল পদক্ষেপ নেয়া দরকার তা পারছে না। অব্যবস্থাপনা ও অপরিকল্পিত নগরায়নের জন্য বারবার এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
নিমতলীর ঘটনা উল্লেখ করে নুর বলেন, ‘মারাত্মক অগ্নিকাণ্ড দেখেছি। নিমতলীর ঘটনায় তদন্ত কর্মকর্তারা প্রস্তাবনা দিয়েছিল, এ ধরনের অগ্নিকাণ্ড থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়।
রাসায়নিক কারখানা ঢাকার বাইরে, আবাসিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান না দেওয়া এসব বাস্তবায়ন হলে এমন দুর্ঘটনা দেখতে হতো না। ঘটনার পর শো অফের জন্য অনেক কিছুই করা হয়, কিন্তু তা বাস্তবায়ন হয় না। ফলে ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেখতে হয়।’

এসময় তিনি বলেন, আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থা দুর্বল। যত দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন পারছে না। অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়নের জন্য একই ঘটনার পুনরাবৃত্তি। যারা রাষ্ট্র পরিচালনা করছেন; তাদের প্রতি অনুরোধ ঘটনা বারবার ঘটছে, আপনারা শিক্ষা নেন এবং কার্যকরী ব্যবস্থা নেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। ভবনটিতে অন্তত এক হাজার মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন। এদের মধ্যে অনেকেই আটকা পড়েছেন। আটকদের উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।

পিবিএ/হক

আরও পড়ুন...