৭ জনের পরিচয় সনাক্ত, রাতেই লাশ হস্তান্তর


পিবিএ, ঢামেক : ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা বনানীর অগ্নিকান্ডের নিহত ৭জনের পরিচয় সনাক্ত হয়েছে। রাতেই তাদের লাশ হস্তান্তরের পক্রিয়া চলছে।

নিহতরা হলেন, নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জের জহিরুল হকের ছেলে ফজলে রাব্বি (২৭), লালমনিরহাট পাটগ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে অানজির আবির (২৪), যশোর কোতয়ালীর মুজাহিদুল ইসলামের মেয়ে শেখ জারিন তাসনিম বৃষ্টি (২৭), পাবনা আতাইকুলার আইয়ুব অালীর ছেলে আমির হোসেন রাব্বি (২৯), শরিয়তপুর পালং উপজেলার মৃত অঃ কাদির মির্জার ছেলে মির্জা আতিকুর রহমান (৪৪), নওগা সদর উপজেলার মন্সুর মন্ডলের ছেলে মঞ্জুর হাসান মন্ডল (৩৫) ও ইকতিয়ার হোসেন। তারা সবাই ওই ভবনের বিভিন্ন তলায় চাকরী করতেন।

ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডাঃ প্রদীপ বিশ্বাস জানান, সনাক্ত হওয়া সবকটি লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পিবিএ /জেডআই

আরও পড়ুন...