পিবিএ, ঢামেক : রাজধানীর গুলিস্তান হকি স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় বাস চাপায় আরেক বাসের হেল্পার নিহত হয়েছে। তার ডাকনাম নাম মোল্লা বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বাস চাপায় আহত হয় তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১২ টায় তাকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী বোরাক পরিবহনের কাউন্টার ম্যান আরাফাত হোসেন জানান, ওই ব্যাক্তি বোরাক পরিবহনের বাস হেল্পার। গুলিস্তান হকি স্টেডিয়ামের সামনের ৬ নম্বর বাস কাউন্টার থেক বাসে যাত্রী উঠাচ্ছিলেন তিনি। বাসটি যাবে নারায়ণগঞ্জ পঞ্চবটিতে। এসময় ওই বাসটির বাম পাশ দিয়ে আসা মতিঝিল গামি ৬ নাম্বার পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ওই বাসের চাকায় পৃষ্ট হয় তিনি।
নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি। তবে তার বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে।
হাসপাতালে আসা গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সহকারী উপ পরিদর্শক (এএসআই) ওয়ালিউর রহমান জানান, ৬ নম্বর পরিবহনের বাস চাপায় বোরাক পরিবহনের এই হেল্পার নিহত হয়েছে। ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এবং এর চালককে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
পিবিএ/এইচএ জেডআই