বনানীর অগ্নিকান্ডে চাঁদপুরের ২জন নিহত

 

পিবিএ, চাঁদপুর: বনানীর এফ আর ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঁদপুরের ২জন নিহত হয়েছে। নিহতরা হলো জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের শ্রিকালিয়া গ্রামের মুন্সি বাড়ীর মকবুল আহমেদের ছেলে ও মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাও ইউনিয়নের নাগদা গ্রামের বেনু প্রাধানিয়ার ছেলে রেজাউল করিম রাজু।

আবদুল্লাহ আল ফারুক তমাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার (২৮ মার্চ) আগুনে দগ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বন্ধু মিনহাজ উদ্দিন।

মিনহাজ আরো জানান, তমাল ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী। ব্যাচ ২০০৬-০৭। পাস করেছে ২০১১ সালে। তিনি ই ইউ আর বিডি সলিউশন-এ সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন। আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

তমালের চাচাতে ভাই ফরিদগঞ্জের শ্রিকালিয়া গ্রামের সালাহউদ্দিন পিবিএ’কে জানান, তমালরা স্ব-পরিবারে ঢাকার সারুলিয়া বস-বাস করে। তার ২ কন্যা সন্তান রয়েছে। ৩ ভাইয়ের মধ্যে তমাল দ্বিতীয়। তার বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক।

অগ্নিদগ্ধ হয়ে নিহত মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামের রেজাউল করিম রাজু ওই ভবনের ৫ম তলার আসিফ ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক। ওই ভবনের ৫তলার পুরো প্লটটি তিনি ক্রয় করে ব্যবসা করতেন। রাজু ১ ভাই ৩ বোনের মধ্যে দ্বিতীয়। রাজু স্ত্রী ও ২ কন্যা সন্তান নিয়ে বনানীতে থাকেন। বাবা বেনু প্রধানীয়া চট্রগ্রামের একজন ব্যবসায়ী।

রাজুর চাচা শশুরের ছেলে ট্রাভেল্স ব্যবসায়ী হাজী জসিম উদ্দিন জানান, কুর্মিটোলা হাসপাতাল থেকে বৃহস্পতিবার রাতে আমরা তার মৃতদেহ সনাক্ত করে গ্রহণ করেছি। তাকে কোথায় দাফন করা হবে তা নিশ্চিত করে বলতে পারছিনা। রাজু জেলার হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর গ্রামে বিবাহ করে। তার শশুর পরিবারের সকল সদস্যই লন্ডন প্রবাসি।

রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এস এম মানিক জানান, রাজু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তারা কেহই এলাকাতে থাকেনা। রাজুর বাবা চট্রগ্রামের একজন বড় ব্যবসায়ী।

পিবিএ/এমএ/হক

আরও পড়ুন...