কোটালীপাড়ায় পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

পিবিএ,গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচন পরবর্তী কর্মী-সমর্থকদের উপর হামলা ও মারপিটের ঘটনায় বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

এ নিয়ে উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীরা।

আজ শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান হাওলাদারের সমর্থকদের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী হামলা, ভাংচুর, মারপিট ও জীবননাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন বিজয়ী উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

এসময় তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা অশান্ত করার জন্য পরাজিত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান হাওলাদারের মদদে তার কর্মী-সমর্থকরা আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে, মারপিট করছেন। এসময় তাদের দোকানপাট ভাংচুর করা হয়। প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন হবে তাই তিনি তার কর্মী-সমর্থকদের ধৈ্য্য ধরার আহবান জানিযেছেন।

এর আগের বৃহস্পতিবার পরাজিত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান হাওলাদার বিজয়ী চেয়ারম্যান প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাসের সমর্থকদের বিরুদ্ধে একই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, বিজয়ী চেয়ারম্যান প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাসের লোকজন আমার সমর্থক হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর এক তরফাভাবে হামলা করে চলেছে। এ পয্যন্ত আমার অন্ততঃ ২০/২৫ জন সমর্থক আহত হয়েছেন। তারা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বিজয়ী চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের লোকজন যেভাবে আমার লোকজনের উপর হামলা করছে তাতে তারা থানায় মামলা করতেও ভয় পাচ্ছে। যাতে উপজেলার আইন-শৃংখলা নষ্ট না হয় সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষপ কামনা করেছেন।

তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এতে কোটালীপাড়া উপজেলা আইন-শৃংখলার ব্যাপক অবনতি হবার আশংকা রয়েছে।

এসব সমম্মেলনে কোটালীপাড়া পৌরসভার মেয়র কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া দাঁড়িয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নার মোল্লা, উপজেলা আওয়ামী লীগ নেতা নারায়ন চন্দ্র ধাম, সাবেক ছাত্রলীগ সভাপতি বাবুল হাজরা, কলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কৃষ্ণ প্রসাদ মজুমদার, কোটালীপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমানসহ উভয়পক্ষের হামলা-শিকার হওয়া কর্মি-সমর্থকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...