জাবির দুই এ্যাথলেটের স্বর্ণ জয়

পিবিএ, জাবি: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী স্বর্ণ পদক জয়ের গৌরব অর্জন করেছে।

শুক্রবার সকালে রাজধানীর ঢাকার হাতিরঝিলে এই চ্যাম্পিয়নশিপের উদ্ধোধন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ রাসেল।

উদ্বোধনী ইভেন্টে এ্যাথলেটিক্সের মিনি ম্যারাথনে প্রথম স্বর্ন পদকটি জয় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতি এ্যাথলেট এম মাহফুজুল হক (৪৩ ব্যাচ, IIT) এবং মেয়েদের সাইক্লিং এ স্বর্ণপদক জয় করেন পূর্বা বিশ্বাস (৪৫ ব্যাচ, গণিত)। মাহফুজ ও পুর্বা উভয়ই ঢাবি, ইবি, যবিপ্রবি এর সেরা এ্যাথলেটদের পিছনে ফেলে জাবির জন্য এই গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় জাবি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক কৃতি এ্যাথলেট ও জাতীয় কোচ এস এম সাদাত হোসেন।

উল্লেখ্য, সারা বাংলাদেশের প্রায় ৬০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫ দিন ব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...