২১ তলা থেকে লাফ দিয়েও রেজওয়ান জীবিত

এফ আর টাওয়ার
রেজওয়ান আহমেদ সবুজ

পিবিএ, ঢামেক : রেজওয়ান আহমেদ সবুজ চাকরী করতে এফ আর টাওয়ারের ২১ তলায়। আগুন লাগার পর আটকে পড়েন ওই তলাতেই। কয়েকবার সিঁড়ি দিয়ে নিচের দিকে নামার চেষ্টা করেও ব্যার্থ হন তিনি। এরপর ভীত হয়ে জানলার গ্লাস ভেঙ্গে নিচে লাফিয়ে পড়েন। এতে জানে বেঁচে গেলেও ভেঙ্গে যায় তার দুই হাত ও দুই পা। এছাড়াও শরীরে অসংখ্য আঘাত পান তিনি।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন রেজওয়ান। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নগর ফুরশাইল গ্রামের মিন্টু মিয়ার ছেলে রেজওয়ান। থাকতেন মিরপুর ১ নম্বর সেকশন দক্ষিণ বিসিল বড় মসজিদের পাশের একটি বাসায়। কাশেম গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন তিনি।

স্বামীর বরাত দিয়ে স্ত্রী শিথিল মনি জানান, আগুন লাগার সময় তিনি ২১ তলার অফিসেই ছিলেন। বেলা সাড়ে ১২ টার দিকে তিনি নিজেই স্ত্রীকে ফোন দিয়ে জানান ওই ভবনের ৯ তলায় আগুন লেগেছে। তিনি তখনও ভিতরেই আটকে আছেন বলে জানান। এরপর তার ফোনে আর পাওয়া যাচ্ছিলোনা। তখন রেজওয়ান জানলার গ্লাস ভেঙ্গে ২১তলা থেকে নিচে লাফ দেয়। এতে ভবনের ৩ তলার পাশে বিদ্যুতের তারের উপর পরে তার গতী রোধ হয়, পরে সেখান থেকে আবার রাস্তায় পড়ে যায়।

আহত রেজওয়ানের মামা রিপন শেখ বলেন, ২১ তলা থেকে লাফিয়ে জানে বেঁচে থাকাটা সৃষ্টিকর্তার অনুগ্রহ। এছাড়া কোনো ভাবেই সম্ভব ছিলোনা তার বাঁচার। ৪ ভাইবোনের মধ্যে সবার বড় রেজওয়ান।

পিবিএ/ এইচএ/জেডআই

আরও পড়ুন...