চীনে কানাডার সাবেক কূটনীতিক আটক

পিবিএ, বিশ্ব ডেস্ক: মাইকেল কভরিং নামে কানাডার সাবেক এক কূটনীতিককে চীনে আটক করা হয়েছে। মঙ্গলবার কানাডিয়ান পাবলিক সেফটি মন্ত্রী র‌্যাফ গুডেল বিষয়টি নিশ্চিত করেছেন।

চীনে কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কভরিং-এর নিয়োগদাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছে, তারা কভরিং-এর আটকের খবর পেয়েছেন এবং তাকে ছাড়িয়ে দেয়ার জন্য তদবির করছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সরকারের সঙ্গে যোগযোগ আছে। কভরিং’কে আটকের বিষয়টিকে কানাডা ‘গুরুত্বের সঙ্গে’ নিয়েছে।

এর আগে চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে কানাডার পুলিশ আটক করার পর বেইজিং এ ব্যবস্থা নিল।

গত ১ ডিসেম্বর ওয়াংঝুকে আটক করে কানাডা। ওয়াংঝুর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটির সঙ্গে বাণিজ্য করেছেন। চীন একাধিকবার তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তাকে মুক্তি না দিলে অটোয়াকে ‘পরিণতি’ ভোগ করতে হবে। চীনে আটক কানাডার সাবেক কূটনীতিক এর আগে বেইজিং, হংকং ও জাতিসংঘে কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, কানাডার একটি আদালত মেং ওয়াংঝুকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে। তিনি এখনই কানাডা ত্যাগ করতে পারবেন না বরং ২৪ ঘণ্টা নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকবেন।

পিবিএ/এমটি/এএইচ

আরও পড়ুন...