দুর্ঘটনা এড়াতে সবকিছুর কঠোর নজরদারি করার দায়িত্ব রাষ্ট্রের : ড. কামালের

ড. কামাল হোসেন

পিবিএ ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, দেশের বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে আইনের কোনো ঘাটতি আছে কি না তা খুঁজে বের করতে একটি জাতীয় কমিশন গঠন করা প্রয়োজন। রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার বহু মানুষের প্রাণহানির একদিন পর তিনি এই মন্তব্য করলেন।

ড. কামাল বলেন, ‘প্রতিদিনই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের নিরাপত্তা নিশ্চিতে আইনের কোনো ঘাটতি আছে কি না তা মূল্যায়ন করতে আমাদের একটি জাতীয় কমিশন গঠন করা উচিত।’

গতকাল বৃহস্পতিবারে ওই ভবনে ভয়াবহ আগুনে কমপক্ষে ২৫ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন।

গণফোরাম সভাপতি বলেন, এফআর টাওয়ারের আগুন ভবন নির্মাণে যথাযথ নকশা ও ইমারত আইন মেনে চলার জন্য বড় সংকেত। ‘বিশেষ করে প্রতিটি ভবনে জরুরি নির্গমন পথ নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ভবন নির্মাণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে যেসব আইন রয়েছে অবশ্যই তা মেনে চলতে হবে এবং বাধ্য করতে হবে।

তিনি আরও বলেন, আইন ও বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনী পদক্ষেপ নিতে হবে। ‘এধরনের দুর্ঘটনা এড়াতে সবকিছুর কঠোর নজরদারি করার দায়িত্ব রাষ্ট্রের।’

গণফোরাম প্রধান বলেন, এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে এবং রাষ্ট্র যথাযথভাবে দায়িত্বপালন করছে কি না ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে ভবনের নকশার অনুমোদন করছে কি না তা খুঁজে বের করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি তদন্ত কমিটি গঠন করেছে।

প্রয়োজনীয় তথ্য দিয়ে তদন্ত কমিটিকে সাহায্য করতে তিনি সাংবাদিকদের আহ্বান জানান। ‘অগ্নিকাণ্ডের পেছনে আসল কারণ শনাক্ত করার জন্য একটি জাতীয় তদন্ত প্রয়োজন, যেনতেন নয়।’

ড. কামাল হোসেন দলের কয়েকজন সিনিয়র নেতাকে সাথে নিয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান এবং ভয়াবহ দুর্ঘটনা নিয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...