নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

পিবিএ, নোয়াখালী: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ স্থগিত ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা নির্বাচন অফিসার নোয়াখালী ও রিটার্নিং অফিসার হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বিদ্যমান পরিস্থিতিতে ৪র্থ পর্যায়ে নির্ধারিত ৩১ শে মার্চ তারিখে অনুষ্ঠিতব্য উক্ত উপজেলা পরিষদ নির্বাচন ন্যায়সঙ্গত ও সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশনা আদেশ প্রদান করেছেন।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে গত ২৮শে মার্চ বৃহস্পতিবার কবিরহাট বাজারে নৌকা প্রতীকের প্রার্থী কামরুন নাহার শিউলী ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী বিদ্রোহী) মো. আলা বক্স টিটু এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ৪ জন গুলিবিদ্ধসহ ১০ জন অাহত হয়েছে।

পিবিএ/আরইউ/হক

আরও পড়ুন...