মমতাদির সময় শেষ: অমিত শাহ

ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ

পিবিএ ডেস্ক: বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত। তৃনমূলকে মূল থেকে উপরে ফেলতে হবে।

আলিপুরদুয়ারের এক নির্বাচনী সভা থেকে এমনই হুংকার দিলেন বিজেপি প্রধান।

মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন মমতাদি, আপনার সময় শেষ। বাংলায় সিন্ডিকেট সন্ত্রাস চলে। সাধারণ মানুষ তো কোন ছাড় তৃণমূলের সাংসদও রেহাই পান না। তৃণমূলকে উখড়ে ফেলার সময় এসেছে।

মায়ের থেকে মমতা চলে গিয়েছে, মাটি অনুপ্রবেশকারীদের দখলে, মানুষের উপর নেমে এসেছে সন্ত্রাস। মা মাটি মানুষের স্লোগান অর্থহীন হয়ে গিয়েছে। উর্দু পড়িয়ে দিচ্ছেন। ইসলামপুরে রাজেশ সরকাররা চেয়েছিল উর্দু পড়বে না তাই তাঁরা আন্দোলন করছিল বলে গুলি কর মেরে ফেলা হল।

তিনি বলেন, তৃণমূল সরকার ইমামদের ভাতা দেয়। আমাদের কোনও আপত্তি নেই,। কিন্তু পুরোহিতদেরও অর্থ সাহায্য করুন। মাদ্রাসার জন্য চার হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষার জন্য অতটাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়নি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...