পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগীতার উদ্বোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে কাবাডি প্রতিযোগীতার আহবায়ক কাজী এনায়েত হোসেন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মহী উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগীতায় জেলার সাত উপজেলার সাতটি ও মানিকগঞ্জ পৌরসভার একটি দল মিলে মোট আটটি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় শিবালয় উপজেলা দলকে ৩১-২৫ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয় দৌলতপুর উপজেলা দল।
আয়োজকরা জানান, আন্তঃ উপজেলা দলগুলোর মধ্য থেকে সেরা খেলোয়াড় বাছাই করে জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ের সেরা খেলোয়াড় বাছাই করে বিভাগীয় পর্যায়ের খেলোয়াড় তৈরী করা হবে।
পিবিএ/এমআই/হক