ছুটির দিনেও বগুড়ায় উচ্ছেদ অভিযান

পিবিএ,বগুড়া: বগুড়ায় করতোয়া নদী দখলকারীদের উচ্ছেদে অভিযান দ্বিতীয় দিন শুক্রবার ছুটির দিনেও পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবার সকালে বগুড়া শহরের মালতিনগরের চানমারি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। করতোয়ার নদীর উপর ২য় দিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নদীর

সীমারেখার উপর স্থাপিত বেশকিছু স্থাপনা ভেঙে দেয়া হয়। বৃহস্পতিবার শহরের ভাটকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
দ্বিতীয় দিনেও করতোয়া নদী দখল উচ্ছেদের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন। আর্মড পুলিশের সহযোগিতায় এই অভিযানে বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) তমাল হোসেন, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ রয়েছেন।

বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) তমাল হোসেন পিবিএ’কে জানান, করতোয়া নদীর পাড় অবৈধ দখলকারিদের কাছ থেকে উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে। শুক্রবার প্রায় এক কিলোমিটারজুড়ে ১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...