পিবিএ,জবি: বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস্ এর ডিজিটাল প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (২৯মার্চ) সকাল ১০ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালযের আয়োজনে রাজধানীর হাতিরঝিলে এম্ফি থিয়েটারে ডিজিটাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস এর উদ্বোধন করা হয় আজ। এতে দেশের ৬৫ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করে। ২৯মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। চলমান স্পোর্টস চ্যাম্পস এ রয়েছে ১০ টি ইভেন্ট। দেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে ২৭০০ এর অধিক প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচীব ড. মো: জাফর উদ্দীন, হাতিরঝিল প্রকল্পের পরিচালক মেজর জেনারেল সাঈদ মো: মাসুদ। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিনে অনুষ্ঠিত তিনটি ইভেন্টের পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় চ্যাম্পস এর ডিজিটাল প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন দর্শন বিভাগের প্রভাষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য সাজিয়া আফরিন, এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস।
পিবিএ/টিপিএস/এমএসএম