পিবিএ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী নগরীর ইপিজেড এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় যুবকের (৩০) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৯ মার্চ শুক্রবার পোনে ২টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পিছনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অজ্ঞাত এক ব্যক্তি ৯৯৯ ফোন দিয়ে নদীতে একটি লাশ ভাসার খবর দিলে ঘটনাস্থলে আসে থানায়।
পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছেন। আদমজী ইপিজেডের পিছন থেকে শিতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১’শ শয্যা বিশিষ্ট (ভিক্টরিয়া জেনারেল) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানান, লাশটি পচন ধরায় তার চেহারা চেনা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে নাম পরিচয়।
পিবিএ/পিএম/এমএসএম