পিবিএ, দিনাজপুর : দিনাজপুরের খানসামায় পাথরবোঝাই করা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুলতান ইসলাম (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চেহেলগাজী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান জেলার বীরগঞ্জ উপজেলার সাদুল্লাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাথরবোঝাই একটি ট্রাক উপজেলার কালীর বাজারের দিকে আসার পথে চেহেলগাজী নামক স্থানে এসে পেছন দিক থেকে একটি বাইসাইকেলকে চাপা দিলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহী মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানা পুলিশ। পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।
পিবিএ/এসআর/এমএসএম