ফুলবাড়ী উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে মতবিনিময় সভা

পিবিএ, কুড়িগ্রাম: বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার সীমানা নিয়ে সুপ্রীম কোর্টে দাসিয়ারছড়ার এক নাগরিকের মামলায় ১০ মার্চে প্রথম ধাপে স্থগিত হওয়া ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন ৩১ মার্চ রোববার অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপক্ষ করারর জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে শনিবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন গ্রহণকারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেরা প্রশাসক সুলতানা পারভীন, কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল জামাল হোসেন, কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম, কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার জাহাঙ্গীর আলম রাকীব, কুড়িগ্রাম সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন আল পারভেজ ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার হওয়রাদার কামরুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু, ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের দুই প্রার্থী আতাউর রহমান শেখ ও গোলাম রব্বানী সরকার প্রমূখ।

কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পরভীন তার বক্তব্যে বলেন, কুড়িগ্রাম জেলার মধ্যে রোববার মাত্র একটি উপজেলা ফুলবাড়ীতে উপজেলা নির্বাচন হবে আলিফ বরাবর সোজা লাইনে। এখানে নির্বাচন সুষ্ঠু ও নিরপক্ষ করার জন্য আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ম্যাজিষ্ট্রেট প্রেরণ করা হয়েছে। ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের প্রত্যেকটিতে ৩ জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবে। ভোট কেন্দ্রে বহিরাগতসহ প্রিজাইডিং অফিসার ও যারা দায়িত্বে থাকবেন তাদের কোন প্রকার স্বার্থন্বেষী কর্মকান্ড দেখা গেলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম বলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনটিতে আমরা দৃষ্টান্ত স্থাপন করবো। এখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সুযোগ দেয়া হবেনা। ডিসি-এসপি ফুলবাড়ীতেই অবস্থান করবেন। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করনৈ তাকে গ্রেফতার অথবা গুলি করা হবে। তিনি এ সময় দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানান।

জানা গেছে, ফুুুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়ন নাওডাঙ্গা, শিমুলবাড়ী, ফুলবাড়ী, বড়ভিটা, ভাঙ্গামোড় ও কাশিপুরের মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৭ ভোটারের ভোট মোট ৫২ টি কেন্দ্রে প্রয়েগের মধ্য দিয়ে রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযৃন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ চেয়ারম্যান প্রার্থী, ৩ পুরুষ ভাইস চেয়াম্যান প্রার্থী ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।

পিবিএ/ইএ/হক

আরও পড়ুন...