কাল বাগেরহাটের ৯ উপজেলার নির্বাচনী


পিবিএ, বাগেরহাট: আগামীকাল (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে বাগেরহাটের ৯টি উপজেলা পরিষদের নির্বাচন। এ উপলক্ষ্যে শনিবার দুপুর থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। জেলার ৯টি উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬৮টি। জেলায় মোট ভোটারের সংখ্যা ১১ লাখ ১২ হাজার ৩৬৫ জন। রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে।

জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম জানান, বাগেরহাটের নয় উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৬০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট নেয়া হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য উৎসাহিত করতে শুক্রবার থেকে সমগ্র জেলায় মাইকিং কওে প্রচারণা চালানো হয়েছে। এছাড়া কোন কেন্দ্রেই যাতে কোন ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনকে কঠোর নিদের্শনা দেয়া হয়েছে। এখানে বিজিবি’র পাশাপাশি পুলিশ, আনসার ও র‌্যাব সদস্যরা থাকছে সার্বিক নিরাপত্তার দায়িত্বে।

বাগেরহাটের ৯টি উপজেলার মধ্যে মোংলা, রামপাল, শরণখোলা, কচুয়া, বাগেরহাট সদর ও চিতলমারী উপজেলার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এগুলোতে শুধু পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এছাড়াও বিনা প্রতিদ্বন্ধিতায় ২জন মহিলা ভাইস চেয়ারম্যান ও ১ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন। বাকী ৩টি উপজেলার মধ্যে মোরেলগঞ্জ ও মোল্লাহাট উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী নিজ দলের বিদ্রোহী প্রার্থীর সাথে প্রতিদ্বন্ধিতা হচ্ছে। ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীর সাথে ১৪ দলের শরিক ওয়াকার্সপর্টির প্রার্থীর সাথে প্রতিদ্বন্ধিতা হচ্ছে।

পিবিএ/এসএইচ/এমএসএম

আরও পড়ুন...