পিবিএ ডেস্ক:
ফ্ল্যাটে আটকা পড়লে কী করবেন
আপনি যদি হঠাৎ লক্ষ্য করেন যে, আপনি যে ভবন বা বহুতল ভবনে বাস করেন সেখানে আগুন লেগেছে, তাহলে আপনার প্রথম করণীয় হবে ট্রিপল নাইনে ফোন করে ফায়াস সার্ভিসের সাহায্য চাওয়া।
অবস্থা যদি এমন হয় যে, আগুনে ঘেরাও হওয়ার কারণে আপনি আপনার ফ্ল্যাট থেকে বের হতে পারছেন না, তাহলে কী করবেন? এক্ষেত্রে আপনার যা করণীয়:
১. বাড়ীর সামনের দিকের সবচেয়ে নিরাপদ একটা রুম বেছে নিয়ে পরিবারের সবাই একত্রিত হোন
২.মাথা ঠাণ্ডা রাখুন আর লক্ষ্য রাখবেন শিশুরা যাতে আতঙ্কিত না হয়।
৩. দরজা বন্ধ করুন এবং রুমের ভিতরে যাতে ধোয়া প্রবেশ করতে না পারে, সেজন্য দরোজার নীচের ফাঁকা জায়গা কাপড় বা শীট দিয়ে বন্ধ করে দিন। এতে আপনার অন্যান্য রুমে কিছুটা ধোয়া জায়গা করে নিলেও আপনাদের রুম ধোয়ার হাত থেকে বেশি সময় রক্ষা পাবে এবং উদ্ধারকারী দলের জন্য বেশি সময় অপেক্ষা করতে পারবেন।
৪. রুমে আলোর ব্যবস্থা করুন, তাতে আপনি ভালভাবে পাবেন এবং আপনি বাইরে থেকেও আপনাদেরকে সহজে দেখা যাবে।
৫. জানালা খুলুন এবং আগুন! আগুন! বলে চিৎকার করুন।
৬. জানালা খুলে সাহায্যের জন্য চিৎকার করলে আপনার চিৎকার বাইরে থেকে ভালোভাবে শোনা যাবে। এছাড়া আপনার রুমে ধোঁয়া জমে থাকলে সেগুলো বেরিয়ে যেতে পারবে এবং রুমে তাজা বাতাস প্রবেশ করবে যা আপনাদেরকে ভালোভাবে শ্বাস নিতে সাহায্য করবে।
৭.ফায়াস সার্ভিসের কর্মীরা না আসা পর্যন্ত এই রুমে থাকুন, সম্ভব হলে ফায়ার সার্ভিসের কন্ট্রল রুমের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন।
৮.জানালা থেকে লাফ দেয়ার চেষ্টা করবেন না যতক্ষণ না রুমের অবস্থা গুরুতর খারাপ না হয়।
যদি জানালা দিয়ে বের হওয়ার বিকল্প না থাকে:
১.শুধমাত্র শেষ অবলম্বন হিসেবেই জানালা দিয়ে বের হওয়ার চিন্তা করতে পারেন।
২. ঝাঁপ দিবেন না। উচ্চতা বুঝার চেষ্টা করুন, তারপর জানালার সিল হাত দিয়ে ধরে আস্তে আস্তে নীচে নামার চেষ্টা করুন।
৩. জানালা দিয়ে কোন জাজিম বা মেট্রিস বাইরে ঠেলে দেয়ার চেষ্টা করবেন না। এটা বাইরে বের হবে না, কিন্তু উদ্ধারকারীদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা আপনাকে উদ্ধার করতে আসবে।
৪. আপনি জানালা দিয়ে যে জায়গায় নামবেন, সেই জায়গাটি যদি যদি কঠিন হয়, তাহলে জায়গাটা নরম করার জন্য কিছু বিছানা ফেলে দিতে পারেন।
৫. যদি আপনার রুমে বাচ্চা বা একটি ছোট শিশু থাকে, তবে তাকে লেপের কভারের ভিতরে ঢুকিয়ে কৌশলে মাটিতে নামানোর চেষ্টা করুন।
৬. প্রথমে শিশুদেরকে নামানোর চেষ্টা করুন। বড়রা আগে নামলে শিশুরু অনুসরণ করতে পারবে না, ফলে আটকা পড়ে যেতে পারে।
৭. মনে রাখবেন, শিশুদেরকে যখন নামাবেন, তখন তাদের হাতের কব্জি শক্ত করে ধরে তার পর নীচের দিকে ঝুলিয়ে নামানোর চেষ্টা করুন। ভুলেও হাতের ৮. গোড়ায় ধরবেন না, কারণ তারা নামতে চাইবে না এবং আপনার হাত ধরে রাখার চেষ্টা করবে।
৯.সবশেসে যখন আপনি নিজে নামবেন, দেখে নিবেন নিচের জায়গাটা পরিষ্কার কি না।
পিবিএ/এএইচ