কুড়িগ্রামের উপজেলায় শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে


পিবিএ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের একটি উপজেলায় ফুলবাড়িতে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই উপজেলায় ০৬টি ইউনিয়নে মোট ভোটার ১লাখ ২৬হাজার ৪৯৭জন। এরমধ্যে পুরুষ-৬২ হাজার ৩৫৩জন এবং মহিলা-৬৪হাজার ১৪৪জন। এদেরমধ্যে বিলুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়ার প্রায় ৩হাজার ২শ ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কেন্দ্র-৫২টি,কক্ষ রয়েছে ৩৫০টি। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে শেখ আতাউর রহমান এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতিক নিয়ে গোলাম রব্বানী সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও ভাইসচেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। শান্তিপূর্ণ ভোট গ্রহণে আইনর্শংখলা বাহিনী রয়েছে ১৮টি ম্যাজিষ্ট্রেট, ৬টি মোবাইল টিম,র‌্যাব ৭২জন, বিজিবি ৬প্লাটুন, পুলিশ ও আনসার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

পিবিএ/এমইবি/এমএসএম

আরও পড়ুন...