ডিমলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ, নীলফামারী: নীলফামারীর ডিমলায় শনিবার রাতে গাঁজাসহ লাবলু মিয়া(২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।সে উপজেলার নাউতরা ইউনিয়নের শালহাটি মেম্বর পাড়া গ্রামের মৃত,লুৎফর রহমানের ছেলে।

রবিবার(৩১শে মার্চ)দুপুরে উক্ত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার(৩০শে মার্চ)রাত আটটার পর ডিমলা থানার এসআই শাহ্ সুলতান মোহাম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে এএসআই জহুরুল ইসলামসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাউতরা ইউনিয়নের সাতজান লক্ষির বাজার ফুটব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লাবলুকে দুইশত গ্রাম গাজাঁসহ গ্রেফতার করেন।এ ঘটনার রাতেই ডিমলা থানার এসআই শাহ্ সুলতান মোহাম্মদ হুমায়ুন কবীর বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীসহ দুইজনের বিরুদ্ধে মামলা নং-২৩,তারিখ-৩০/৩/২০১৯ইং দায়ের করেন।

ডিমলা থানার ওসি(তদন্ত)সোহেল রানা জনি ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে বলেন,গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...